Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

সেবার তালিকাঃ

 

০১. প্রশিক্ষণ কর্মসূচিঃ

 

১. কম্পিউটার বেসিক প্রশিক্ষণ কোর্স, মেয়াদ-০৬ (ছয়) মাস, শিক্ষাগত যোগ্যতা-উচ্চ মাধ্যমিক পাশ।

 

২. গবাদিপশু হাস-মুরগী পালন প্রাথমিক চিকিৎসা, মৎস্যচাষI কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স।

     মেয়াদ-২মাস ১৫ দিন, শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী পাশ।

 

৩. মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্স মেয়াদ-০১ মাস ৮ম শ্রেনী পাশ।

 

৪. পোষাকতৈরী  প্রশিক্ষণ কোর্স, মেয়াদ-০৩মাস, ৮ম শ্রেনী  পাশ।

 

৫. ইলেকট্রিক্যাল  এন্ড  হাউজয়্যারিং  প্রশিক্ষণ কোর্স, মেয়াদ  ০৬(ছয়) মাস,শিক্ষাগত যোগ্যতা-৮ম শ্রেণী পাশ।

 

৬. রেফ্রিজারেশন এন্ড  এয়ারকন্ডিশনিং  প্রশিক্ষণ কোর্স, মেয়াদ  ০৬(ছয়) মাস,শিক্ষাগত যোগ্যতা-৮ম শ্রেণী পাশ।

 

৭. ইলেকট্রনিক্স  প্রশিক্ষণ  কোর্স, মেয়াদ ০৬(ছয়) মাস, শিক্ষাগত যোগ্যতা- ৮ম  শ্রেণী  পাশ।

 

০২. দারিদ্র বিমোচন ও ঋণ কর্মসূচিঃ 

 

(ক) পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচি:
   

পারিবারিক বন্ধকে সুদৃঢ় করে বেকার দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সমাজিক উন্নয়নের জন্য দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একই পরিবারের অথবা নিকটআত্মীয় বা প্রতিবেশী পরিবারের পরস্পরের প্রতি আস্থভাজনদের নিয়ে পাঁচ সদস্যের গ্রপ গঠন করে একই  গ্রামের ৭ থেকে ১০ টি গ্রপ নিয়ে একটি কেন্দ্র গঠন করে প্রত্যেক সদস্যকে ঋণ প্রদান করা হয় ।


খ) যুবপ্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান কর্মসূচি:


    এ কর্মসূচির আওতায় জেলা সদরে উপপরিচালকের কার্যালয়ে বিভিন্ন ট্রেডে ১ থেকে ৬ মাস মেয়াদী প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রধান করা হয় । এ ছাড়া স্থানীয় চাহিদার ভিত্তিতে  উপজেলা পর্যায়ে সল্প মেয়াদী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষিত বেকার যুবদের  আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক/ অপ্রতিষ্ঠানিক ট্রেডে একক ব্যক্তি পর্যায়ে ঋণ প্রদান করা হয়। প্রতিষ্ঠানিক ট্রেডে একজন প্রশিক্ষিত যুবকে ৫০০০ থেকে ১০০০০০ পর্যমত্ম এবং  অপ্রতিষ্ঠানিক ট্রেডে ২৫০০০ থেকে ৬০০০০ পর্যমত্ম ঋণ প্রদান করা হয় ।

 

০৩) ন্যাশনাল সার্ভিস কর্মসূচি:

 

০৪) ইনটিগ্রেটেড ম্যানেজমেন্ট অভ রিসোর্সেস ফর পোভারটি এলিভিয়েশন থ্রো কম্প্রিহেনসিভ টেকনোলজি (IMPACT) প্রকল্প:


গবাদিপশু ও হাঁস মুরগী পালন বিষয়ে আত্মকর্মসংস্থান মূলক প্রকল্প গ্রহণ কারীদের প্রকল্পের উচ্ছ্বিষ্ট ব্যবহারের মাধ্যমে গ্রাম পর্যায়ে বায়োগ্যাস উৎপাদন করে স্থানীয় চাহিদা পূরণ করা এ প্রকল্পের অন্যতম  উদ্দেশ্য । লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এ কার্যক্রম রয়েছে ।

 

০৫) যুব সংগঠন নিবন্ধন:


   যুবসংগঠন সমূহকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের আর্থ- সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা এবং যুব সংগঠন সমূহে কার্যক্রমে স্বচছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে যুব সংগঠন ( নিবন্ধন এবং পরিচালনা) আইন ২০১৫ আলোকে যুব সংগঠন(নিবন্ধন এবং পরিচালনা) বিধিমালা ২০১৭ প্রনয়ণ দ্বারা যুব সংগঠন নিবন্ধন কাজ শুরু হয়েছে।